শাহরিয়ার ফিরোজ দুজনের মধ্যে কত অমিল। একজন ব্যাটসম্যান। আরেকজন অলরাউন্ডার। এখানেই শেষ নয়। রোহিত শর্মা ডানহাতি ব্যাটসম্যান। সাকিব আল হাসান বাঁহাতি। কালেভদ্রে রোহিত শর্মা বল তুলে নিলেও করেন অফব্রেক। আর বোলিংয়ে সাকিব স্লো আর্ম অর্থোডক্স। চাইলে এ রকম আরও অনেক অমিল খুঁজে বের করা যায়।…